রংপুর বিভাগের ৩৩টি আসনে দলী প্রার্থীদের জয়ী করতে বিএনপির নেতাকর্মীরা মাঠে

রংপুর বিভাগের ৩৩টি আসনে দলী প্রার্থীদের জয়ী করতে বিএনপির নেতাকর্মীরা মাঠে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:২১, ৩১ অক্টোবর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রীতি রংপুর বিভাগের ৩৩টি আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে সভা করার পর দলের নেতাকর্মীগণ উজ্জীবিত হয়ে দরীয় প্রার্থীদের জয়ী করতে মাঠে নেমেছেন।

এসময় অনেকেই মনোনয়নের সবুজ সংকেত পেয়েছেন। সভায় হাইপ্রোফাইল জামায়াত ও এনসিপি নেতাদের আসনে মনোনয়নের ক্ষেত্রে ব্যাপক অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়।

সভায় শতাধিক প্রার্থী উপস্থিত ছিলেন, কিন্তু কোনও প্রার্থী কথা বলার সুযোগ পাননি। দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে কাজ করতে বলা হয়েছে। সভায় উপস্থিত একাধিক নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন। সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।

রংপুর বিভাগের প্রতিটি আসনের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় নির্দেশে ঢাকায় উপস্থিত হয়েছিলেন। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে সবচেয়ে বেশি ৪ জন প্রার্থী ছিলেন। যে আসনের জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের সম্ভাব্য মনোনয়ন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে।

তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থীকে জয়ী করার কৌশল নিয়ে আলোচনা হয়। একইভাবে পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে পঞ্চগড়-১ আসন আসনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের আসনে মনোনয়ন নিয়ে আলোচনা হয়।

রংপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোকাররম হোসেন সুজন এবং রংপুর-২ আসনের মনোনয়ন মোহাম্মদ আলী সরকারকে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বহিষ্কৃত করা হয়েছিল। সভায় তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে গণসংযোগ করা নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে নারী কর্মীদের মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি সূত্র জানান, গত ৪ অক্টোবর তারেক রহমান ফোনে মোহাম্মদ আলীর সঙ্গে কথা বলে গণসংযোগ করা নির্দেশ দেন। মোহাম্মদ আলী বলেন, দিনরাত গণসংযোগ চালাচ্ছি। দলীয় সূত্রে জানা যায়, তারেক রহমান প্রতিটি আসনে ৩-৪ বার যাচাই-বাছাই করছেন। নিজস্ব লোক পাঠিয়ে তদন্ত করা হচ্ছে।

বিবেচনায় রয়েছে নিবেদিত, জুলুম-নির্যাতন, ৫ আগস্টের পরের কর্মকাণ্ড, সাধারণ মানুষের ভাবনা (বিশেষ করে তৃণমূল নেতাকর্মী), ব্যক্তিগত ইমেজসহ বিভিন্ন বিষয়। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি প্রার্থীদের প্রাপ্ত ভোট এবং অমনোনীত প্রার্থীদের আমলও দেখা হচ্ছে।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের একমাত্র প্রার্থী জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, তারেক রহমান বিভিন্ন দিক বিবেচনা করে নির্দেশ দিয়েছেন।রংপুর জেলা বিএনপি আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন, তারেক রহমান সবকিছু বিচার করে মনোনয়ন দেবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement