মানবতার সেবায় সিরাজ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের সাপ্তাহিক খাবার বিতরণ কর্মসূচি শুরু
 
						
Published : ১৭:১১, ৩১ অক্টোবর ২০২৫
মানবতার সেবায় আরেকটি মহৎ উদ্যোগ হাতে নিয়েছে সিরাজ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন। দক্ষিণ বারিধারার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল মাঠে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ফাউন্ডেশনের সাপ্তাহিক শুক্রবারের দুপুরের খাবার বিতরণ কর্মসূচি।
এই কর্মসূচির মাধ্যমে প্রতি শুক্রবার জুমার নামাজের পর প্রায় তিন শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হবে। ফাউন্ডেশন জানিয়েছে; চাহিদা বাড়লে খাবারের পরিমাণও ধীরে ধীরে বাড়ানো হবে, যেন কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরতে না হয়।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মোনির হোসেন এবং সভাপতি মোঃ রাফি হোসেন-এর নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়েছে নিয়মিত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে। দক্ষিণ বারিধারা ইয়ুথ ক্লাবের সদস্যসহ অসংখ্য স্বেচ্ছাসেবী এদিন খাবার বিতরণে অংশ নেন।
ফাউন্ডেশনের সভাপতি মোঃ রাফি হোসেন বলেন,
“আমরা চাই, মানবতার সেবা হোক একটি অভ্যাস, কোনো মৌসুমি কাজ নয়। প্রতি শুক্রবার যেন মানুষের মুখে একবেলার হাসি ফোটে, এটাই আমাদের প্রচেষ্টা।”
শৃঙ্খলাপূর্ণ ও সম্মানজনক উপায়ে পরিচালিত এই উদ্যোগ স্থানীয়দের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসী মনে করছেন, এটি শুধু ক্ষুধা নিবারণের নয়, সমাজে সহানুভূতি ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত।
ফাউন্ডেশন জানিয়েছে, কর্মসূচিটি প্রতি শুক্রবার নিয়মিতভাবে চলবে এবং এর পরিধি ধীরে ধীরে আরও সম্প্রসারিত করা হবে।
বিডি/এএন

 
				
 
											 
											 
											 
											































