নারী ওয়ানডে বিশ্বকাপে রোমাঞ্চকর এক অধ্যায় লিখেছেন ভারতের ব্যাটার জেমিমা রদ্রিগেজ। অস্ট্রেলিয়ার দেওয়া ৩৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ভারত জয় পেয়েছে ৫ উইকেটে, জায়গা করে নিয়েছে ফাইনালে।
এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে মূল কৃতিত্ব জেমিমার—১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলেছেন তিনি, যা ভারতের ইতিহাসে অন্যতম সেরা চেজিং ইনিংস হিসেবে ধরা হচ্ছে।
জেমিমার এমন দুর্দান্ত পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বে চলছে প্রশংসার জোয়ার। সেই ধারায় অংশ নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তারও। ইনস্টাগ্রামে জেমিমাকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, “জেমি দিদি, আপনি আমাদের এক অবিস্মরণীয় ম্যাচ উপহার দিয়েছেন। আমি সব সময় আপনার সফলতা কামনা করি। ফাইনালেও আপনার জন্য শুভকামনা ও দোয়া রইলো।”
বাংলাদেশি এই তরুণীর প্রশংসার জবাব দিতে দেরি করেননি জেমিমা। তিনি লিখেছেন, “ধন্যবাদ, মারুফা। তুমি নিজেই এক অনুপ্রেরণা। তোমার পারফরম্যান্স শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের অনেক নারী ক্রিকেটারকে অনুপ্রাণিত করছে।”
যদিও এ বছর বিশ্বকাপে বাংলাদেশ দল আশানুরূপ ফল করতে পারেনি, কিন্তু মারুফা নিজের বলের গতি ও নিখুঁত সুইংয়ে নজর কেড়েছেন সবার। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গাও। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারুফা নিজের সংগ্রাম, সমাজের বাঁকা কথা, ও নারী হয়ে ক্রিকেটে পথচলার গল্প শেয়ার করে প্রমাণ করেছেন—অদম্য ইচ্ছাশক্তি থাকলে কিছুই অসম্ভব নয়।
জেমিমা ও মারুফা—দুই দেশের দুই তারকা, তবে দুজনই নারী ক্রিকেটে একে অপরের প্রেরণার নাম হয়ে উঠেছেন।

 
				 
						
 
											 
											 
											 
											






























