বঙ্গোপসাগরের গভীর থেকে এক ট্রলারে একবারে ধরা পড়েছে ১৭০ মণ ইলিশ, যা শুক্রবার (৩১ অক্টোবর) সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে আনা হয়।
এই বিশাল মাছের চালান বাজারে প্রতি মণ ২৭ হাজার টাকায় বিক্রি হয়ে মোট প্রায় ৫০ লাখ ৮০ হাজার টাকার আয় হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এফবি সাফওয়ান-৩ নামের ট্রলারটি ২৯ অক্টোবর পাথরঘাটা থেকে ১৯ জন জেলের সঙ্গে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করে। সেইদিন বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে জাল ফেললে প্রচুর ইলিশ ধরা পড়ে। ট্রলারের মাঝি রুবেল জানিয়েছেন, “জাল টানতে গিয়ে চোখে পড়ল শুধু ইলিশ, তিনটি কল ভরে গেছে, মাছ এত বেশি ছিল যে কিছু জাল কেটে ফেলতে হয়েছে।”
ট্রলারের মালিক মানিক মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে মাছ কম পাওয়ায় লোকসান হচ্ছিল, এবার এত মাছ ধরা পড়ায় আগের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারব।”
পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে আনা মাছগুলো সাইফ ফিশ আড়তে বিক্রির জন্য তোলা হয়। আড়তদার মোস্তফা আলম জানান, তার আড়তে ৪০ লাখ ৫০ হাজার টাকায় মাছগুলো বিক্রি হয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, “২২ দিনের সাগর অবরোধের পরে এত বড় পরিমাণ ইলিশ ধরা পড়া জেলেদের জন্য খুবই আনন্দের সংবাদ।”
স্থানীয় জেলেরা জানিয়েছেন, প্রজনন মৌসুমে সরকার কর্তৃক নির্ধারিত নিষেধাজ্ঞা মানায় এবার প্রচুর ইলিশ ধরা পড়েছে। এতে উপকূলীয় অঞ্চলের জেলেদের মুখে আবারও হাসি ফুটেছে।

 
				 
						
 
											 
											 
											 
											



























