পৃথিবীতে প্রত্যেক মানুষই চায় ধনী হতে, বিলাসিতা ও স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করতে। তবে বাস্তবে খুব কম সংখ্যক মানুষই সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।
কারও জীবনে আসে ভাগ্যের সহায়তা, আবার কারও সাফল্য আসে নিরন্তর পরিশ্রম ও দৃঢ় মানসিকতার ফলে। কিন্তু সমুদ্রশাস্ত্র বা ফিজিওগনমি অনুযায়ী, শরীরের নির্দিষ্ট কিছু স্থানে থাকা তিল নাকি ইঙ্গিত দেয় ভবিষ্যতের আর্থিক সাফল্য ও সমৃদ্ধির সম্ভাবনার কথা।
সমুদ্রশাস্ত্র বিশেষজ্ঞদের মতে, ঠোঁটের উপরে তিল থাকা ব্যক্তিরা সাধারণত অল্প বয়স থেকেই অর্থ ও সম্পদ অর্জনের সুযোগ পান। এমন মানুষরা জীবনে খুব দ্রুত উন্নতি করেন এবং ভাগ্য তাদের প্রতি বেশ সহায়ক হয়। আবার নাভির চারপাশে বা চিবুকে তিল থাকা ব্যক্তিদের ধনসম্পদ অর্জনের সম্ভাবনা অত্যন্ত প্রবল। জীবনের যেকোনো পর্যায়ে তারা আর্থিকভাবে স্থিতিশীলতা অর্জন করতে পারেন।
বিশেষজ্ঞরা আরও জানান, বুকে কিংবা কানের আশপাশে তিল থাকা মানুষরা সহজেই অর্থনৈতিক সাফল্য অর্জন করেন। তাদের পরিশ্রম ও বুদ্ধিমত্তা মিলেই তৈরি করে সমৃদ্ধ ভবিষ্যতের পথ। তেমনই, নাকের ডান পাশে তিল থাকা ব্যক্তিরা ৩০ বছর বয়সের পর থেকে জীবনে ভাগ্যের উত্থান দেখতে শুরু করেন।
কোমরে কিংবা ডান হাতের তালুতে তিল থাকা ব্যক্তিদেরও অর্থ উপার্জনের সম্ভাবনা থাকে বেশি। এরা সাধারণত অল্প বয়সেই নিজের দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে সম্পদ গড়তে সক্ষম হন।
তবে বিশেষজ্ঞরা এটিও মনে করিয়ে দেন—শরীরের তিল শুধু সম্ভাবনার ইঙ্গিত দেয়, নিশ্চয়তা নয়। প্রকৃত অর্থে সাফল্য আসে কেবল কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের ফলেই। ভাগ্য সহায় হলে সেই পথ হয় আরও উজ্জ্বল ও সমৃদ্ধ।
































