মিশরে ১ হাজারের বেশি হাফেজকে সংবর্ধনা
Published : ১৭:২৬, ৪ নভেম্বর ২০২৫
মিশরের গিজা প্রদেশের আস-সাফ শহরে এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে আল-আজহার ইসলামিক সেন্টারের ১ হাজার ৩০ জন কোরআনের হাফেজকে সম্মাননা জানানো হয়েছে।
এই মহতী আয়োজনকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় ধর্মীয় উচ্ছ্বাস, ভালোবাসা ও গর্বের আবেগে ভরপুর এক মিলনমেলায়।
সোমবার (৩ নভেম্বর) গিজার আল-গামাজা আল-কুবরা গ্রামে অবস্থিত কেন্দ্রীয় ইসলামিক কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠান।
হাফেজদের বরণ করতে তৈরি করা হয়েছিল এক বিশেষ মর্যাদাপূর্ণ করিডোর। শত শত মানুষ সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে করতালির মাধ্যমে ও দোয়া পাঠ করে হাফেজদের স্বাগত জানান। হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক ঈমানী আবেগে ভেসে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আলেম ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তারা বলেন, কোরআনের হাফেজরা সমাজে নৈতিকতা, জ্ঞান ও আলোর প্রতীক। এ সময় অনেক অভিভাবক নিজেদের সন্তানকে বুকে জড়িয়ে চোখের জল ফেলেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন হাফেজদের মায়েরা মাথায় বিশেষ মুকুট পরে মঞ্চে আসেন। মুকুটে লেখা ছিল—“প্রথম হাজার হাফেজ।” এই বাক্যটি যেন ঐতিহাসিক এই সাফল্যকে চিরস্মরণীয় করে রাখে।
স্থানীয়রা বলেন, এটি শুধু হাফেজদের সম্মাননা নয়, বরং ধর্মীয় শিক্ষা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করার এক অনুপ্রেরণামূলক আয়োজন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্পূর্ণ কোরআন মুখস্থ করা ২১০ জন শ্রেষ্ঠ হাফেজকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। অন্য হাফেজদের মধ্যে নগদ অর্থ ও বিশেষ উপহার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানটিকে আরও স্মরণীয় করে তোলে।
বিডি/এএন

































