আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প, নিহত ১০

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প, নিহত ১০ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৪৮, ৩ নভেম্বর ২০২৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলে আবারও কেঁপে উঠেছে ভূমি। ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু ও ২৬০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল খোলম জেলার হিন্দুকুষ পর্বতমালার মাজার-ই-শরীফ শহরের নিকটবর্তী এলাকায়। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরে এর উৎপত্তি হয়।

হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেঙে শক্তিশালী কম্পনে ঘরবাড়ি দুলতে শুরু করলে আতঙ্কে অনেক মানুষ মাঝরাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পে ঐতিহাসিক মাজার-ই-শরীফ শহরের কিছু পবিত্র স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন স্থানে ভবন ধসে পড়ে মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা রাতভর কাজ চালিয়ে যাচ্ছেন, তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগেও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে। চলতি বছরের ৩১ আগস্ট দেশটিতে ৬ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল—যা আফগানিস্তানের ইতিহাসে অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে বিবেচিত।

২০২৩ সালে হেরাত প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষ নিহত এবং ৬৩ হাজারেরও বেশি ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। দেশটিতে প্রায়ই ছোট-বড় ভূমিকম্প ঘটে, যা স্থানীয় জনগণের জীবনে স্থায়ী আতঙ্ক তৈরি করেছে।

ভূতাত্ত্বিকভাবে আফগানিস্তান একটি ভূমিকম্পপ্রবণ দেশ। হিন্দুকুষ পর্বতমালা অঞ্চলে ইউরেশিয়ান ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় সেখানে নিয়মিত ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলীয় এলাকায় এর প্রভাব বেশি দেখা যায়, যা প্রতি বছরই শত শত মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement