ধানক্ষেতে নবদম্পতির রিভিউ দাবির ছবি ভাইরাল

ধানক্ষেতে নবদম্পতির রিভিউ দাবির ছবি ভাইরাল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৫, ১৫ নভেম্বর ২০২৫

ফেনীতে বিএনপির মনোনয়ন ইস্যুকে ঘিরে এবার এক নবদম্পতির ব্যতিক্রমী ছবি তোলার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌরসভার বিরিঞ্চি আলম গাজী রোডের শাকিব ভিলার বাসিন্দা আদনান সোহাগ ও দাগনভূঞা পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তার বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে ধানক্ষেতে গিয়ে ‘রিভিউ’ স্টাইলে ছবি তুলেন। পরে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কনের বাড়ির পাশের ধানক্ষেতে নবদম্পতিকে রিভিউ ভঙ্গিতে ছবি তুলতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর ফেনী–২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।

এর আগে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলালের ধানক্ষেতে দাঁড়িয়ে তোলা রিভিউ ভঙ্গির ছবিটি দেশব্যাপী আলোচিত হয়েছিল। নতুন এই ঘটনার পর বিষয়টি আরও বেশ কয়েক ধাপ এগিয়ে যায়।

বর আদনান সোহাগ জানান, তিনি মনে করেন একজন সচেতন নাগরিক হিসেবে নিজের মত প্রকাশ করার অধিকার তার রয়েছে। তার পছন্দের প্রার্থী ফেনী সদর আসনে মনোনয়ন না পাওয়ায় তিনি হতাশ হয়েছেন। তাই শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতেই বিয়ের মাঝেই এই প্রতীকী ছবি তোলার সিদ্ধান্ত নেন। তার ভাষ্যমতে, তিনিও ফেনী–২ আসনে মনোনয়ন রিভিউ চান।

উল্লেখ্য, ফেনী–২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। কিন্তু মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে অন্যান্য সম্ভাব্য প্রার্থীরা এখনো নানাভাবে সক্রিয় রয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement