এমন একটি শিক্ষা চাই শিক্ষা শেষে কর্ম চাই " শীর্ষক সেমিনার গোয়ালন্দে অনুষ্ঠিত
Published : ১৭:২২, ১৫ নভেম্বর ২০২৫
পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই। কর্মের জন্য শিক্ষা চাই, বেকারত্ব দূরীকরণ চাই। এমন একটি শিক্ষা চাই, শিক্ষার শেষে কর্ম চাই।এই প্রতিপাদ্য সামনে রেখে গোয়ালন্দে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে গোয়ালন্দ পৌর জামতলা এলাকায় আর রহমানিয়া হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তা শহীদ শেখ লিখিত বক্তব্য উল্লেখ করেন বাংলাদেশে পরবর্তী প্রজন্মকে উদ্যোক্তা তৈরি করার জন্য পাঠ্যবস্তুকে লিপিবদ্ধ তৈরি করার বিষয়ে সকল প্রকার ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে আসুন একসঙ্গে কাজ করি। বেকার মুক্ত দেশ গড়ি।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কে এম আব্দুল মুহিত হীরা সাবেক অধ্যক্ষ সরকারি কামরুল ইসলাম কলেজ। মোহাম্মদ গোলাম গাউস সহকারী অধ্যাপক রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ, মোহাম্মদ আব্দুল সালাম শেখ সহকারী অধ্যাপক রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ, আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ, আবু বক্কর সিদ্দিক উপজেলা কৃষকদলের অন্যতম নেতা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সিকদার, সিনিয়র সাংবাদিক মেহেদুল হাসান আক্কাছ, মানবাধিকার কর্মী ওসমান ও ইমন, সাংবাদিক রাজু আহমেদ সহ প্রায় অর্ধশ শতাধিক ছাত্র-ছাত্রী এবং সুশীল সমাজ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বক্তব্য বলেন,
‘বেকারত্ব নয়, উদ্যোক্তা তৈরি করতে হবে’। এ ছাড়া নারী, শিশু, যুব এবং প্রান্তিক জনগোষ্ঠীর নাগরিকসেবা নিশ্চিত এবং স্বচ্ছতা, জবাবদিহির পাশাপাশি টেকসই অবকাঠামোগত উন্নয়ন ও স্থানীয় সম্প্রীতি বজায় রাখতে হবে।
সব স্তরে বৈষম্য দূর করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের দায়িত্ব নিয়ে উদ্যোক্তা তৈরি হয়ে অর্থের প্রয়োজন ছাড়াই ইচ্ছাশক্তির বলে অগ্রণী ভূমিকা রাখতে হবে।তাছাড়া তারা রাষ্ট্রের কাছে দাবি জানান আগামীতে পাঠ্যপুস্তকে উদ্যোক্তা তৈরির জন্য লিপিবদ্ধকরণ প্রয়োজন।
বিডি/এএন






























