লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আবুল কালাম জহির (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় তিনি নিহত হন। জহির ছিলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজীম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা, কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তিনি স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকানের সামনে সড়কে দুর্বৃত্তরা জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, অতীতে তিনি মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তবে সাম্প্রতিক সময়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই প্রতিপক্ষ গোষ্ঠী তাকে হত্যা করে থাকতে পারে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন জানান, তিনি ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখছেন।






























