গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন

গাজীপুরে চলন্ত বাসে হঠাৎ আগুন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২৩, ১৫ নভেম্বর ২০২৫

গাজীপুরে একটি যাত্রীবাহী বাস চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠা আগুনে বাসটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে নষ্ট হয়ে গেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানার হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি নিশ্চিত করেন, কেউ আহত হয়নি; তবে ক্ষতিগ্রস্ত বাসটির বেশিরভাগই পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন বলেন, তিনি আরও কয়েকজনের সঙ্গে বাসের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ ইঞ্জিনের দিক থেকে আগুন বের হতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। বাসে থাকা ১০ জনের মতো যাত্রী দ্রুত নিচে নেমে আসেন, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। তবে ঘটনাস্থলে বাসচালক ও হেলপারকে পাওয়া যায়নি।

গাছা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা বাসটি পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনে পুড়ে যায় এবং এতে যানটি প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement