নৃশংসভাবে হত্যার শিকার সেই আশরাফুলের মরদেহ রংপুরে দাফন

নৃশংসভাবে হত্যার শিকার সেই আশরাফুলের মরদেহ রংপুরে দাফন ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

Published : ২১:০৪, ১৫ নভেম্বর ২০২৫

প্রেমের ফাঁদে ফেলে রাজধানীতে নৃশংসভাবে হত্যার শিকার সেই আশরাফুল হকের মরদেহের টুকরা দাফন করা হয়েছে। আজ ১৫ নভেম্বর শনিবার রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর নয়াপাড়া গ্রামে তাকে দাফন করা হয়।

নিহত আশরাফুল হক একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। শনিবার সকালে নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে তার জানাজা করা হয়। এর আগে, রাত সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সে আশরাফুল হকের খন্ডিত মরদেহ গ্রামে আনাা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়ে স্বজনেরা।

মালয়েশিয়া ফেরত বন্ধু জরেজুল প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে ১০ লক্ষ টাকা আদায়ের পরিকল্পনা করা হয়েছিল। পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য জরেজ তার প্রেমিকা শামীমা আক্তারের সাথে মোবাইল ফোনে কথা বলার সুযোগ করে দিলে, তাদের নিয়মিত অডিও এবং ভিডিও কলে কথা চলতে থাকে।

পরবর্তীতে গত ১১ নভেম্বর রাত ৮টায় জরেজ ভিকটিম আশরাফুলকে নিয়ে ঢাকায় রওনা হন। র‌্যাব সুত্রে জানা যায়, ঢাকায় আসার পর গত ১২ নভেম্বর জরেজ ও আশরাফুল শামীমা আক্তারের সাথে দেখা করে ঢাকার শনির আখড়ার নূরপুর এলাকায় সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে তিনজন একত্রে ভাড়া বাসায় উঠে।

রংপুর থেকে ঢাকায় আসার আগে জরেজ তার প্রেমিকা শামীমা আক্তারকে ফোনে বলেন, আশরাফুলের সাথে সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং সেই ভিডিও দেখিয়ে যাতে ১০ লক্ষ টাকা আদায় করা যায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভুক্তভোগী আশরাফুলকে মাল্টার শরবতের সাথে ঘুমের ঐষধ খাইয়ে হালকা অচেতন করে শামীমা আক্তার। যাতে বাইরে থেকে জরেজ অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারণ করলে আশরাফুল তা বুঝতে না পারে।

পরবর্তীতে যখন তারা একান্ত সময় কাটায় তখন জরেজ বাইরে থেকে ভিডিও ধারণ করেন। ওই ভিডিও শামীমার মোবাইলে ধারণ করা হয়, যা বর্তমানে উদ্ধারকৃত মোবাইলে রয়েছে। এ ঘটনায় কুমিল্লার লাকসামের বড় হিজরা এলাকা থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement