রংপুরে জামায়াতের মোটরসাইকেল শোডাউনে নিহত ১
Published : ২০:৩৬, ১৫ নভেম্বর ২০২৫
রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণার মোটরসাইকেল শোডাউনে নুর আলম (৬০) নামে এক কর্মী নিহত হয়েছে। এসময় আহত হন আরও ৩ জন।
নিহত নুর আলম মিয়া রংপুর মহানগরীর হাজিরহাট থানার উত্তম হাজিরহাট (কোর্ট মন্থনা) এলাকার মৃত মনসুর আলীর পুত্র।
গত ১৪ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে তার জানাজা নামাজ শেষে দাফন করা হয়। জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার রংপুর-১ আসন (গঙ্গাচড়া-সিটি কর্পোরেশনের ১-৮ ওয়ার্ড এলাকা নিয়ে গঠিত) এ মোটরসাইকেল শোডাউন কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে মোটরসাইকেল শোডাউনটি শুক্রবার সকাল ৯টার দিকে গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে যাত্রা শুরু করে।
মোটরসাইকেল শোডাউনটি গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে নুর আলম নামে জামায়াতের এক কর্মীর মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এসময তিনি গুরুতর আহত হয়।
তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করে। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
বিডি/এএন






























