এবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন দলটির সদ্য বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ।
শনিবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন এবং বিষয়টি নিয়ে বেশ খোলামেলা অবস্থান তুলে ধরেন।
তার পোস্টে মুনতাসির উল্লেখ করেন, তিনি নাকি এনসিপির পক্ষ থেকে মামলার প্রস্তুতির খবর শুনেছেন। এই প্রসঙ্গ টেনে তিনি বলেন, যদি সত্যিই সদস্যসচিব আখতার হোসেনের যথেষ্ট সাহস থাকে, তাহলে যেন তিনি মামলা করেন। তার ভাষায়, মামলা হলেই সকল সত্য ঘটনা প্রকাশ্যে প্রমাণিত হবে। তিনি এটিকে ‘ওপেন চ্যালেঞ্জ’ হিসেবেই ঘোষণা করেন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অভ্যন্তরীণ নিয়ম অমান্যের অভিযোগে সম্প্রতি মুনতাসির মাহমুদকে দল থেকে বহিষ্কার করেছিল এনসিপি। এই বহিষ্কারকে কেন্দ্র করেই দলের ভেতরে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে, যার ধারাবাহিকতায় এসেছে তার এই প্রকাশ্য চ্যালেঞ্জ।































