রাজধানীর বেইলি রোডে কেএফসি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসে।
তাদের দ্রুত উপস্থিতির আগেই আগুন নিভে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
একদিকে, রাজধানীর মিরপুর, হাতিরঝিল ও মৌচাক এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৭টার মধ্যে মোট পাঁচটি বিস্ফোরণ ঘটেছে। তবে পুলিশ জানিয়েছে, কোথাও হতাহতের ঘটনা ঘটেনি।
মিরপুরে বিকেল সাড়ে ৫টার দিকে বিআরটিএ এলাকার পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের ১৭৯ নম্বর পিলারের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে।
হাতিরঝিলের মধুবাগ ব্রিজে সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালায়। এতে ঘটনাস্থলেই থাকা একটি মোটরসাইকেলে আগুন লাগে, কিন্তু কেউ আহত হয়নি।
মৌচাক এলাকায় বিকেল সাড়ে ৪টার দিকে উড়ালসড়ক থেকে ককটেল ফাটানো হয়। পুলিশ জানিয়েছে, কয়েকজন দুর্বৃত্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়েছে। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মোটের উপর, রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু কেউ আহত হয়নি। পুলিশ বিষয়গুলোতে তদন্ত অব্যাহত রেখেছে।































