শুটার ফয়সালের মা-বাবা র্যাবের হাতে গ্রেপ্তার
Published : ০২:০৭, ১৭ ডিসেম্বর ২০২৫
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, ওরফে দাউদ খানের বাবা-মাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতের মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাবা মো. হুমায়ুন কবির (৭০) এবং মা মোসা. হাসি বেগম (৬০)। তারা বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় র্যাব-১০-এর একটি দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানে মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার বাবা-মা গ্রেপ্তার হন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, চার সন্তানের মধ্যে ফয়সাল তৃতীয়। ফয়সাল রাজধানীর আগারগাঁওয়ে তার বোন মোসা. জেসমিন আক্তারের সপ্তম তলার বাসায় প্রায়ই যাতায়াত করত।
ঘটনার দিন রাতে ফয়সাল ওই বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠে, পরে সেটি বাসার ছাদ থেকে ফেলে দিয়ে ভাগনে জামিলকে (১৮) দিয়ে আবার তা তুলে আনা হয়। এছাড়া ফয়সাল তার দুটি মোবাইল ফোনের একটি ছাদ থেকে ফেলে দেয় এবং অন্যটি তার মা মোসা. হাসি বেগমকে দেয়।
ফয়সাল পরে তার বাবা-মার সঙ্গে দেখা করে এবং নিরাপত্তা বোধ না হওয়ায় আগারগাঁও থেকে মিরপুর ও শাহজাদপুর হয়ে তার বাবা মো. হুমায়ুন কবিরের ভাতিজা আরিফের বাসায় যায়।
ফয়সালকে সহযোগিতা করতে বাবা একটি সিএনজি ভাড়া করে দেন এবং কিছু অর্থ প্রদান করেন। এরপর তার ছোট ভাই হাসান মাহমুদ বাবলু, কেরাণীগঞ্জে বসবাসকারী রাজের বাসায় যায় এবং তারা জুরাইন থেকে দুটি মোবাইল সিম কিনে ব্যবহার করে।
অন্যদিকে, র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, রাজধানীর বিজয়নগর এলাকায় শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বোনের বাসা সংলগ্ন এলাকা থেকে ১১ রাউন্ড গুলি, দুটি ভরা ম্যাগাজিন এবং একটি চাকু উদ্ধার করেছে র্যাব।
এছাড়া, শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের পানির ট্যাংকি সংলগ্ন কর্ণেল গলির আশপাশে অবস্থিত প্রধান আসামির বড় বোন জেসমিনের বাসার আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হয়। এতে দেখা যায়, ১২ ডিসেম্বর বেলা ১১টা ৫ মিনিটে ফয়সাল ও তার সহযোগী মোটরসাইকেলে বাসা থেকে বের হন।
সেই দিন বিকেল ৪টা ৫ মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায় ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনাকে দুটি ভবনের ফাঁকা স্থানে কিছু বের করতে। বিকেল ৪টা ২০ মিনিটে ফয়সাল ও সহযোগী একটি সিএনজিচালিত অটোরিকশায় এলাকা ত্যাগ করেন।
এর আগে ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে ওসমান হাদিকে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে গুলি করা হয়। গুরুতর আঘাতপ্রাপ্ত হাদিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনায় জড়িত সন্দেহে ফয়সাল করিম মাসুদ (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেনকে শনাক্ত করেছে। এ ঘটনায় ফয়সাল করিমের স্ত্রী, প্রেমিকা ও শ্যালকসহ সাতজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়া হয়েছে।
বিডি/এএন
































