আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু বনানীতে

আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট চালু বনানীতে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১৪, ১৭ ডিসেম্বর ২০২৫

রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে অবস্থিত আতাতুর্ক টাওয়ারে আকিজ ফার্মেসির প্রথম ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ লাইফকেয়ারের রিটেইল ফার্মেসি চেইন হিসেবে যাত্রা শুরু করা আকিজ ফার্মেসির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সোমবার আনুষ্ঠানিকভাবে এই আউটলেটের উদ্বোধন করেন অভিনয়শিল্পী ও চিকিৎসক এজাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ফার্মেসির হেড অব অপারেশন সুজন ঘোষসহ আকিজ রিসোর্স এবং আকিজ ফার্মেসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আকিজ ফার্মেসির চিফ বিজনেস অফিসার ইসতিয়াক আলী তালুকদার বলেন, গ্রাহকদের জন্য মানসম্মত ওষুধ সরবরাহ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, এর মধ্য দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

আকিজ রিসোর্সের ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান বলেন, আকিজ রিসোর্স দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে উন্নত গ্রাহকসেবা ও মানসম্মত ব্যবসায়িক চর্চার মাধ্যমে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন এই উদ্যোগেও সেই একই মান ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে আকিজ ফার্মেসি। বর্তমানে ঢাকা, সিলেট, খুলনা, পাবনা ও যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠানটির মোট ১৩টি আউটলেট চালু রয়েছে। আগামী তিন বছরের মধ্যে সারাদেশে আরও ৫০০টি আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে আকিজ ফার্মেসির।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement