শরীয়তপুর-৩: তারেক রহমানের একান্ত সচিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

শরীয়তপুর-৩: তারেক রহমানের একান্ত সচিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৬, ৩ জানুয়ারি ২০২৬

শনিবার সকালে শরীয়তপুর-৩ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের এমপি প্রার্থীদের মনোনয়নপত্রের যাচাই-বাছাই প্রক্রিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে।

শরীয়তপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, জামায়াতে ইসলামীর মোঃ আজহার উদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাডভোকেট হানিফ মিয়া সরদার-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটির কারণে জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হান্নানের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল করা হয়েছে।

জানা গেছে, শরীয়তপুর-৩ আসনে মোট চারজন এমপি প্রার্থী তাদের মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই প্রক্রিয়াটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ায় জমা দেওয়া সকল মনোনয়নপত্র পর্যালোচনা করে প্রার্থীদের বৈধতা নির্ধারণ করা হয়।

ফলে, নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী চারজন প্রার্থীর মধ্যে তিনজন বৈধভাবে নির্বাচনী দৌড়ে থাকবেন, আর একজন প্রার্থী মনোনয়নপত্র ত্রুটির কারণে নির্বাচনী প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement