সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ আটক ১

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ আটক ১ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৭, ৫ জানুয়ারি ২০২৬

লালমনিরহাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানতে পারে, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা মোবাইল ফোনের ডিসপ্লেগুলো কুলাঘাট চেকপোস্ট ব্যবহার করে পাচারের প্রস্তুতি চলছে।

এ তথ্যের ভিত্তিতে সোমবার রাতের দিকে কুলাঘাট চেকপোস্ট এলাকায় বিশেষ নজরদারি জোরদার করে বিজিবি। এ সময় একটি ইজিবাইকযোগে আসা সন্দেহজনক ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়।

পরে ইজিবাইকটি তল্লাশি করে ভেতরে লুকিয়ে রাখা ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ১ হাজার ৪৮টি উদ্ধার করা হয়। এ ঘটনায় ইজিবাইকে যাত্রী সেজে থাকা চোরাচালানে জড়িত ব্যক্তি মো. সোহাগকে আটক করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্র জানায়, উদ্ধারকৃত ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য ২২ লাখ ৮ শত টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “পণ্য চোরাচালান জাতীয় অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর

। এতে দেশীয় বাজারে ভারসাম্য নষ্ট হয়, সরকার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হয় এবং সীমান্ত এলাকায় অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বদা দৃঢ় অবস্থানে রয়েছে।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement