বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) তাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল একটি ভিডিও, যেখানে দেখা যায় মাহদী হাসান থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকার এনামুল হাসান নয়ন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ পরে জানিয়েছিল, নয়নকে আটক করা হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু’র অংশ হিসেবে।
নয়নের আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। রাতেই থানা এলাকায় মানুষ জড়ো হতে শুরু করেন। পরবর্তীতে শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি শুরু হয়।
ভিডিওতে মাহদী হাসান দাবি করেন, নয়নকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে। তিনি বলেন, নয়নকে তারা সম্মুখ সারির জুলাই যোদ্ধা দাবি করছেন।
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ছাত্র-জনতার টানা কয়েক ঘণ্টার অবস্থান ও বিক্ষোভের পর, শুক্রবার বিকেল ৩টার দিকে পুলিশ নয়নকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করে।


































