নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতীক অনশন

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতীক অনশন ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি

Published : ২২:৫০, ১৬ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন, ১ : ৪ অনুপাতে ১২ গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে দ্রুত সময়ের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের এক দফা দাবি আদায় লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে প্রতীকী অনশন পালন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে ৯টা হতে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাতে খালি প্লেট নিয়ে অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার প্রধান উপদেষ্টা দবিরুল ইসলাম, সভাপতি নাজিমুল হক, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আমিরুল ইসলাম, আফতাবুজ্জামান,১৭-২০ গ্রেডের কর্মচারী পরিষদের সভাপতি মো: দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি জানায়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement