রানীশংকৈলে জাল দলিল তৈরী করায় একজনকে কারাদন্ড
Published : ২৩:১১, ১৪ জানুয়ারি ২০২৬
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাল দলিল প্রস্তুতকারি চক্রের ১ সদস্যকে আটক করেছে রানীশংকৈল সাব-রেজিস্ট্রার। পরে দায়ী ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে রানীশংকৈল উপজেলা সহকারি কমিশনার( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন।
জানা যায়, বুধবার ১৪ জানুয়ারী বিকালে রানীশংকৈল পৌর শহরের ভান্ডারা গ্রামের মকলেসুর রহমান ভান্ডারা মৌজার ১৫৫৯ দাগের ৩৯ শতক জমির মধ্যে ৩ শতক জমি নিজ পুত্রকে অসিয়ত নামা দলিল সম্পাদন করতে যায় রানীশংকৈল সাব-রেজিস্ট্রার অফিসে।
দলিল লেখক স্বাধীন সবকিছু ঠিকঠাক মতো দলিল লেখে সাব রেজিস্ট্রারের কাছে দাখিল করেন। এসময় সাব-রেজিস্ট্রার দলিলের জাবেদা নকলটি সন্দেহ মনে হলে,রেকর্ড রুমে তল্লাশি চালায়। সেখানে স্বাক্ষরের অমিল দেখা দিলে দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাবাদ করে।
তারা জানায় হরিপুর উপজেলার বড়য়াল গ্রামের আঃ রহিমের পুত্র মজিবুর রহমান তাকে ১০ হাজার টাকার বিনিময়ে এ জবেদা নকলটি সরবরাহ করেছে। কৌশলে মুজিবুর রহমানকে রেজিস্ট্রার অফিসে ডেকে আনা হলে তিনি ভূয়া দলিল তৈরির বিষয়টি স্বীকার করেন এবং জাল দলিল তৈরির সাথে জড়িত আরেক জনের নাম প্রকাশ করেছেন।
তিনি হরিপুর উপজেলার খিরাইচন্দি গ্রামের মানিক। তাদের তথ্যের ভিক্তিতে সহকারি কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান, জাল দলিল তৈরি চক্রের সদস্য মুজিবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ প্রসঙ্গে সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম বলেন,প্রথমে দলিলের জাবেদা নকলটি আমার সন্দেহ হয়। সেটি রেকর্ড রুমে তল্লাশি দিয়ে ভ্য়াূ প্রমানিত হলে তাদের জিজ্ঞাসাবাদ করি। তারা দোষ স্বীকার করলে সহকারি কমিশনার (ভুমি) তাকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
বিডি/এএন





























