পলোগ্রাউন্ডমুখী জনস্রোতে মুখর চট্টগ্রামের সড়ক

পলোগ্রাউন্ডমুখী জনস্রোতে মুখর চট্টগ্রামের সড়ক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৭, ২৫ জানুয়ারি ২০২৬

বিএনপির নির্বাচনী সমাবেশকে ঘিরে রোববার সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে রূপ নিয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ভোর ৭টা থেকেই পলোগ্রাউন্ড এলাকায় ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এই মাঠেই দুপুরে ভাষণ দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

দীর্ঘ প্রায় দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। নগরীর কাজীর দেউড়ি, ইস্পাহানি ও লাভলেইন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই চট্টগ্রাম নগরী ছাড়াও কক্সবাজার ও পার্বত্য তিন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা পলোগ্রাউন্ডের দিকে আসছেন। তাদের হাতে দলীয় পতাকা ও ধানের শীষের প্রতিকৃতি শোভা পাচ্ছে।

ইস্পাহানি মোড়ের প্রি-পোর্ট এলাকার বাসিন্দা ৬৩ বছর বয়সী মোখলেছুর রহমান বলেন, তিনি কখনো তারেক রহমানকে সামনে থেকে দেখার সুযোগ পাননি। সেই আকাঙ্ক্ষা নিয়েই ভোরবেলা সমাবেশে যোগ দিয়েছেন বলে জানান তিনি।

এই জনসভা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলার সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান এমনটাই জানিয়েছেন দলীয় সূত্র।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, পলোগ্রাউন্ডের এই মহাসমাবেশে ১৫ থেকে ২০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে তারা আশাবাদী। তিনি জানান, শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশ নিচ্ছেন।

সমাবেশ ঘিরে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে দায়িত্ব পালন করছেন। জনসভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

চট্টগ্রামের জনসভা শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আরও কয়েকটি নির্বাচনী পথসভায় অংশ নেওয়ার কথাও রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement