মাদারীপুরে যৌথ বাহিনীর অভিযানে চার বালতি ককটেল এবং বিপুলসংখ্যক ঢালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত পাঁচ ঘণ্টা ব্যাপী অভিযান চালানো হয় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায়। অভিযানের সময় ইদ্রিস হাওলাদার ও হাবিব হাওলাদারের বাড়ির আশেপাশের বালুর মাঠের ঝোপঝাড়ে এসব ককটেল ও দেশীয় অস্ত্র পাওয়া যায়।
মাদারীপুর সেনাবাহিনীর সদর ক্যাম্প কমান্ডার মেজর রেজোয়ানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দুই প্লাটুন সেনাবাহিনীর সদস্য ও মাদারীপুর সদর মডেল থানা পুলিশ। যৌথ বাহিনী এই অভিযান চালানোর সময় ডগ স্কোয়াডের দুটি প্রশিক্ষিত কুকুরও ব্যবহার করা হয়।
মেজর রেজোয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদরের মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪০টি ককটেল, ৩৩টি ঢাল, ৯৩টি শরকি, ৩টি রামদা, ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোনসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালানো হবে।

































