চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি অজগর উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। পরে অজগরটিকে নিরাপদে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে অজগরটিকে অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।
এর আগে, দুপুরে অজগরটি লোকালয়ে প্রবেশ করলে কয়েকজন কিশোর সেটি ধরে ফেলে। তারা অজগরের সঙ্গে খেলছিল। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি চলে যাওয়ার কারণে কিশোররা অজগরটিকে ফেলে পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অজগরটিকে উদ্ধার করেন।
চুনতি অভয়ারণ্য এলাকার বন বিভাগের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ রয়েছে এবং তার দৈর্ঘ্য প্রায় সাড়ে চার ফুট। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে প্রবেশ করেছিল। নিরাপদ অবস্থায় পুনর্বহাল করার পর সেটিকে চুনতি অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।

































