বহুজাতিক কোম্পানির অর্থপাচার রোধে কড়া নজরদারিতে বাংলাদেশ ব্যাংক

Published : ১৭:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২৫
বহুজাতিক কোম্পানির মাধ্যমে অর্থপাচার ঠেকাতে আরও কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থাটি বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে অর্থপাচার প্রতিরোধে কঠোর নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের কর্মকর্তাদের জন্য আয়োজিত কর্মশালায় তিনি এ আহ্বান জানান। কর্মশালার বিষয় ছিল ‘বাংলাদেশে কার্যরত বহুজাতিক কোম্পানি থেকে ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে অর্থপাচার প্রতিরোধ’।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের পরিচালক মাহবুবুল আলম।
বিশ্বায়নের প্রেক্ষাপটে ট্রান্সফার প্রাইসিংয়ের গুরুত্ব ও এর অপব্যবহারের ঝুঁকি তুলে ধরে ডেপুটি গভর্নর বলেন, অনেক বহুজাতিক কোম্পানি ট্রান্সফার প্রাইসিংয়ের অপব্যবহার করে বিভিন্ন কৌশলে অবৈধ অর্থ স্থানান্তর করে থাকে। এতে দেশের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হয়।
তিনি কর্মকর্তাদের এ বিষয়ে কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেন এবং প্রশিক্ষণকে মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আর্থিক খাতকে সুরক্ষিত রাখতে নতুন ধরণের জালিয়াতি শনাক্তকরণে ফরেনসিক ইন্সপেকশনের ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের প্রশিক্ষণ অপরিহার্য। এতে কর্মকর্তাদের দক্ষতা ও বৈদেশিক মুদ্রা লেনদেন পর্যবেক্ষণের সক্ষমতা বৃদ্ধি পাবে।
সভাপতির বক্তব্যে পরিচালক মাহবুবুল আলম বলেন, ট্রেড-বেইজড মানি লন্ডারিং ও হুন্ডি প্রতিরোধের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সংকট নিরসন ও বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি সংকট মোকাবিলায় সময়োপযোগী দিকনির্দেশনা দেওয়ার জন্য ডেপুটি গভর্নরের প্রতি কৃতজ্ঞতা জানান।
BD/AN