আর্থিক খাতে বড় সিদ্ধান্ত: শাহীনুল ইসলামের দায়িত্ব শেষ

আর্থিক খাতে বড় সিদ্ধান্ত: শাহীনুল ইসলামের দায়িত্ব শেষ ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০১, ১০ সেপ্টেম্বর ২০২৫

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সরকারিভাবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান কর্মকর্তা এ. এফ. এম. শাহীনুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির অনুচ্ছেদ-৭ অনুযায়ী শাহীনুল ইসলামের বিএফআইইউ প্রধান হিসেবে অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থের কারণে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস।

প্রজ্ঞাপনের কপি মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ বিভাগের সচিবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরে প্রেরণ করা হয়েছে।

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগ বা নিয়োগ বাতিলের মাধ্যমে

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement