ব্যবসায়ীর নয়, আমলারাই বড় অর্থপাচারকারী: নাসিম মঞ্জুর

ব্যবসায়ীর নয়, আমলারাই বড় অর্থপাচারকারী: নাসিম মঞ্জুর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০৫, ৪ ডিসেম্বর ২০২৫

এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর বলেছেন, দেশের অর্থপাচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি দায় ব্যবসায়ীদের নয়, বরং আমলাদেরই।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অর্থপাচার ও বেসরকারি খাতের উন্নয়ন নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

বিডার এই বিনিয়োগ সংলাপে বক্তব্য দিতে গিয়ে নাসিম মঞ্জুর জানান, অর্থপাচারের অভিযোগ সবসময় ব্যবসায়ীদের ঘাড়ে চাপানো হয়।

কিন্তু বাস্তবে যে বিপুল পরিমাণ অর্থ বাইরে গেছে, তার বড় অংশই পাচার করেছেন দেশের আমলারা। ব্যবসায়ী সমাজ হিসেবে তারা এই দায় নেবেন না বলেও তিনি স্পষ্ট জানান।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা প্রকৃত অর্থে দুর্নীতি করেন—টাকা বা গ্যাস চুরি করেন—তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এসব অনিয়মের বোঝা সৎ ব্যবসায়ীদের ওপর চাপানো উচিত নয়। তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরীও।

সংলাপে এর আগে জ্বালানি খাতের উদ্যোক্তা আজম জে চৌধুরী এলএনজি আমদানি থেকে শুরু করে জ্বালানি খাত পুরোপুরি বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করার প্রস্তাব করেন।

জবাবে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বিদ্যুতের মতো জ্বালানি খাতেও বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement