ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে মোবাইল ব্যবসায়ীরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি’র ব্যানারে তারা সেখানে সমবেত হন। তাদের অবস্থান নেওয়ার কারণে সড়কের এক পাশ দিয়ে যানচলাচল আংশিকভাবে বাধাগ্রস্ত হয়।
ব্যবসায়ীরা দাবি তুলেছেন—এনইআইআর ব্যবস্থার পুনর্গঠন, বাজারে বিদ্যমান সিন্ডিকেট প্রথা বাতিল এবং মোবাইল ফোন আমদানি পদ্ধতিকে আরও উন্মুক্ত করার জন্য। সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস অভিযোগ করেন, সরকারের সঙ্গে আলোচনার অনুরোধ বারবার জানানো হলেও কোনো পক্ষ থেকেই তাদের আমন্ত্রণ জানানো হয়নি। তিনি মনে করেন, আলোচনায় বসলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব ছিল।
ব্যবসায়ীদের আরও অভিযোগ, এনইআইআর কার্যকর হলে লাখো ব্যবসায়ী এবং তাদের পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে। তাদের মতে, এই ব্যবস্থায় বাজারে একটি প্রভাবশালী গোষ্ঠী সুবিধা পাবে, অন্যদিকে অতিরিক্ত কর ও জটিলতার কারণে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।
এদিকে বিটিআরসি ঘোষণা করেছে, আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়ন শুরু হবে। পাশাপাশি সরকার বৈধভাবে মুঠোফোন আমদানিতে শুল্কহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে এবং বিদেশ ফেরত প্রবাসীদের জন্য মোবাইল ফোন আনতে বিশেষ সুবিধার ব্যবস্থাও করেছে।


































