রিজার্ভ জোরদারে আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ জোরদারে আরও ৬৭ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:২৬, ১৮ ডিসেম্বর ২০২৫

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং রেমিট্যান্স ও রফতানি আয়ের ধারাবাহিক প্রবাহকে শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক আরও প্রায় ৬৭ মিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছে।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ কোটি ৭০ লাখ ডলার। এ সময় প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ দশমিক ৩০ টাকা। কেন্দ্রীয় ব্যাংক সাতটি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব ডলার কিনেছে বলে জানা গেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতিতে ডলার কেনার এ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং এতে কাট-অফ রেট ছিল প্রতি ডলার ১২২ দশমিক ৩০ টাকা।

এই সর্বশেষ ক্রয়ের মাধ্যমে চলতি ডিসেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৬৯১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৬৯ কোটি ১৫ লাখ ডলার।

এর আগে ২০২৫–২৬ অর্থবছরেও একাধিক দফায় নিলামের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সব মিলিয়ে এ পর্যন্ত মোট কেনা হয়েছে প্রায় ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮৭ কোটি ১৫ লাখ ডলারের সমান।

উল্লেখ্য, গত ১৩ জুলাই থেকে বাংলাদেশ ব্যাংক নিলাম পদ্ধতিতে ডলার কেনা শুরু করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা ও বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement