ভিক্ষুক সেজে শুটিং করতে গিয়ে হাতে এলো ৫০০ টাকা

Published : ১৬:৫৮, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ওটিটি প্ল্যাটফর্মে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান। দর্শকের মনে জায়গা করে নেওয়া সেই চরিত্রের পর এবার তিনি হাজির হয়েছেন একেবারে ভিন্ন রূপে ভিক্ষুকের চরিত্রে।
আর এই চরিত্রে অভিনয় করতে গিয়ে ঘটে গেল এক অনন্য ঘটনা; সত্যিকারের ভিক্ষুক ভেবে পথচারীরা তার হাতে তুলে দেন প্রায় পাঁচ শত টাকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসির উদ্দিন খান জানান, সীমিত বাজেটের কারণে রাজধানীর ফার্মগেটে ওয়েব সিরিজ ‘নয়া নোট’-এর শুটিং করা হয় লুকানো ক্যামেরায়। এ জন্য তাকে ভিক্ষুকের সাজে জনসমাগম এলাকায় ঘুরতে এবং মানুষের কাছে ভিক্ষা চাইতে বলা হয়। স্বাভাবিকভাবেই অনেকে তাকে সত্যিকারের ভিক্ষুক ভেবে টাকা দিতে শুরু করেন।
অভিনেতা বলেন,
“প্রথম দিনের শুটিংয়ে আমার গেটআপ এতটাই বাস্তবসম্মত ছিল যে, আশপাশের মানুষ বুঝতেই পারেনি এটা অভিনয়। পরিচালক ছিলেন দূরে। আমাকে পাঠানো হলো ভিক্ষা করতে। তখন মানুষের কাছে গিয়ে হাত পাতছিলাম। কেউ এড়িয়ে গেছেন, কেউ আবার সহানুভূতিসূচকভাবে টাকা দিয়েছেন। শেষে দেখি হাতে বেশ কিছু টাকা জমে গেছে।”
নাসির উদ্দিন খান আরও জানান, প্রথম দৃশ্য শেষে টাকা গুনে দেখা যায় প্রায় ৫০০ টাকা হয়েছে। “মনে হচ্ছিল, বাহ! অল্প সময়ে ভিক্ষা করে এত টাকা আয় হয় এটা ভাবতেই অবাক লাগছিল। তবে সত্যিকার অর্থে এটা সহজ কাজ নয়। এখানে একধরনের অসম্মান জড়িয়ে আছে। অন্যের কাছে হাত পাতার সময় যে অস্বস্তি হয়, সেটা সত্যিই ভিন্ন অভিজ্ঞতা।”
ওয়েব সিরিজটির পরিচালক অনন্য প্রতীক চৌধুরী জানান, শুটিংয়ে ভিক্ষুক সেজে পাওয়া অর্থ ব্যয়ের পরিবর্তে স্মৃতি হিসেবে সংরক্ষণ করা হয়েছে। তিনি বলেন, “নয়া নোট”-এর গল্প ভিক্ষাবৃত্তিকে ঘিরেই আবর্তিত হয়েছে। এখানে জীবনের নানা বাস্তবতা ও উপলব্ধি সহজভাবে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।”
BD/AN