নুরের ওপর হামলার জেরে জাতীয় পার্টির শীর্ষ দুই নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

Published : ১৮:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২৫
জাতীয় পার্টির শীর্ষ দুই নেতা চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার বিকেলে সংগঠনটির সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট রাজধানীর রমনা মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন।
রমনার ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, অভিযোগপত্র থানায় জমা দেওয়া হয়েছে। তবে এখনো মামলার রূপ নেয়নি। তিনি যোগ করেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি মিললে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হবে।”
জানা গেছে, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার জের ধরেই এই অভিযোগ দায়ের করা হয়। গত ২৯ আগস্ট ঢাকায় এক কর্মসূচি থেকে ফেরার পথে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সেনা-পুলিশ সদস্যদের হামলার শিকার হন। ওই ঘটনায় সংগঠনের আরও অন্তত ৫০ জন নেতাকর্মী গুরুতর আহত হন।
হামলায় নুরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তার সঙ্গীদের অনেকেই দীর্ঘ সময় চিকিৎসাধীন ছিলেন। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এই হামলার পেছনে জাতীয় পার্টির প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ মদদ ছিল।
অভিযোগের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গণঅধিকার পরিষদের নেতাদের দাবি, হামলার নেপথ্যের হোতাদের বিচারের মুখোমুখি করতে হবে; অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
BD/AN