মঞ্চে হোঁচট, অল্পের জন্য রক্ষা পেলেন চমক

Published : ১৩:৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৫
অল্পের জন্যই বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি তিনি অংশ নিয়েছিলেন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবং গ্রহণ করেছিলেন সম্মাননাও। কিন্তু অনুষ্ঠান শেষে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা, যার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, সোনালি কাজের শাড়ি ও চোখধাঁধানো সাজে মঞ্চে প্রবেশ করেন চমক। হাতে পুরস্কার নিয়ে মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন তিনি। তবে পাশেই দাঁড়িয়ে থাকা একজন দ্রুত এগিয়ে এসে তাকে সামলে দেন; ফলে মেঝেতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান তিনি।
ঘটনার পর কিছুটা আতঙ্কিত হয়ে পড়লেও অল্প সময়ের মধ্যেই নিজেকে সামলে নেন চমক। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, মঞ্চে থাকা একজন তার শাড়ির আঁচলের ওপর দাঁড়িয়ে ছিলেন, যা নজরে না আসায় এ দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। ভিডিওটি প্রকাশ হতেই নেটিজেনরা ক্ষোভ ঝাড়েন সেই অসতর্ক ব্যক্তির ওপর।
উল্লেখ্য, রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। ২০২০ সালে অভিনয়ে আত্মপ্রকাশের পর থেকে তিনি ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ বেশ কিছু আলোচিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
BD/AN