ছাত্রলীগ এখন ছাত্রশিবিরে রূপ নিয়েছে : দুলু

ছাত্রলীগ এখন ছাত্রশিবিরে রূপ নিয়েছে : দুলু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৬, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “গত ১৫ বছর যারা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় ছাত্রলীগ করেছে, আজ তারাই সুযোগসন্ধানী হয়ে ছাত্রশিবিরের নাম ব্যবহার করছে।

বিএনপি বা ছাত্রদল কখনো এ ধরনের রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না। কারণ ছাত্রদল অন্যায়ের সঙ্গে আপস করে না।”

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

দুলু বলেন, “আমরা চাই আগামী প্রজন্মের জন্য শিক্ষাঙ্গন হোক সন্ত্রাসমুক্ত। ছাত্রসমাজ বই-কলম হাতে নিয়ে দেশের ভবিষ্যৎ গঠনে নেতৃত্ব দিক। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দমন-পীড়ন ও দলীয়করণের কোনো স্থান থাকবে না।”

সরকারের সমালোচনা করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছেন। একটি জাতিকে ধ্বংস করতে চাইলে প্রথমে ধ্বংস করতে হয় তার শিক্ষা। স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী যেমন এই দেশের শিক্ষাবিদদের হত্যা করেছিল, বর্তমান সময়ে ভারতীয় প্রভাবের ইন্ধনে শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষাকে বিপর্যস্ত করে তুলেছেন।”

তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। “নকল ছাড়া শিক্ষায় সফল হওয়া সম্ভব নয় এ ভ্রান্ত ধারণা বিএনপি দূর করেছিল। আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিএনপি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল,” বলেন তিনি।

নিজ দলের তরুণ কর্মীদের সাফল্যের কথাও তুলে ধরেন দুলু। তিনি বলেন, “নাটোরের সন্তান শেখ রিফাদ মাহমুদ কমনওয়েলথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভিপি নির্বাচিত হয়েছেন। তিনি ছাত্রদলের একজন কর্মী। রিফাদ শুধু নাটোর নয়, গোটা বাংলাদেশের বিএনপি পরিবারের জন্য গর্বের নাম। জেলা বিএনপি সবসময় তার পাশে থাকবে।”

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু ও নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজনসহ নেতাকর্মীরা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement