সংগীতশিল্পী আহরার মাসুদ দীপ আর নেই

সংগীতশিল্পী আহরার মাসুদ দীপ আর নেই ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৭, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘রাস্টফ’-এর ভোকাল আহরার মাসুদ দীপ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ব্যান্ডটির অফিশিয়াল ফেসবুক পেজে এক শোকবার্তায় দীপের মৃত্যুর খবর জানানো হয়।

পোস্টে গভীর শোক প্রকাশ করে লেখা হয়- “এমন এক মুহূর্তে ভাষাহীন হয়ে পড়েছি আমরা। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহরার ‘দীপ’ মাসুদের চলে যাওয়ার সংবাদ আমাদের স্তম্ভিত করেছে। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তিনি আর আমাদের মাঝে নেই।”

এছাড়া আরও উল্লেখ করা হয়- “তার আকস্মিক মৃত্যু আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। এই অপূরণীয় ক্ষতিতে আমরা বাকরুদ্ধ। তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু এবং ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।”

শোকবার্তায় দীপের সঙ্গীত প্রতিভা ও ব্যক্তিত্বের প্রশংসা করে বলা হয়- “আমরা এখনো চেষ্টা করছি এই ক্ষতির ভার মেনে নিতে। দীপ কেবল একজন অসাধারণ গায়কই ছিলেন না, মানুষ হিসেবেও তিনি ছিলেন অমূল্য। তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবে।”

বার্তার শেষাংশে অনুরোধ জানানো হয়- “এই কঠিন সময়ে পরিবারের প্রতি সবার দয়া ও সহমর্মিতা কামনা করছি। অনুগ্রহ করে তাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। আর প্রার্থনা করুন, দীপের আত্মা যেন শান্তিতে থাকে। শান্তিতে ঘুমাও দীপ—তোমার শূন্যতা আমাদের জীবনে চিরকাল বেদনাদায়ক হয়ে থাকবে।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement