ভোজপুরী তারকার ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে

ভোজপুরী তারকার ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৮, ৭ অক্টোবর ২০২৫

ভারতের ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচিত তারকা, অভিনেতা ও গায়ক পবন সিং বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে। সম্প্রতি তার স্ত্রী জ্যোতি সিং স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন।

এর আগে অবশ্য পবন সিং নিজেই জ্যোতির বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার জ্যোতি স্বামীর বহির্ভূত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনলেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করছেন পবন সিং। এমনকি স্ত্রী জ্যোতির বিরুদ্ধে হয়রানির অভিযোগে থানায় এফআইআরও করেছেন তিনি। যদিও পুলিশের দাবি, এখনো আনুষ্ঠানিক মামলা হয়নি। নিয়মতান্ত্রিক কারণে জ্যোতিকে থানায় ডাকা হলে তিনি উপস্থিত হতে অস্বীকৃতি জানান।

পাল্টা অভিযোগে জ্যোতি জানান, পুলিশ তাকে প্রকাশ্যে অপমান করেছে। একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বিষয়টি মূলত স্বামী-স্ত্রীর আইনি বিরোধ। এদিকে জ্যোতির বিরুদ্ধে খুনের অভিযোগের কথাও শোনা যাচ্ছে, যদিও তিনি তা অস্বীকার করে জানিয়েছেন—শুধু ভরণপোষণ সংক্রান্ত একটি মামলা চলছে, সেটি কোনো ফৌজদারি মামলা নয়।

পুলিশের সামনেই আবেগপ্রবণ হয়ে বিষপানের হুমকি দেন জ্যোতি। তিনি চিৎকার করে বলেন, ‘আমি যদি ন্যায়বিচার না পাই, আর কোনো আশা থাকবে না। আমি বাড়ি গিয়ে বিষপান করব। শেষবারের মতো বলছি, এই বাড়ি থেকে আমার মরদেহই বের হবে। আমি ভদ্র পরিবারের মেয়ে। যদি থানায় যেতে হয়, এখানেই বিষপান করব। যথেষ্ট হয়েছে, ন্যায়বিচার দিন।’

জ্যোতি আরও অভিযোগ তোলেন, ‘যে নিজ স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিতে চায়, যে পুলিশের সাহায্য নেয়, সেই নাকি সমাজসেবা করবে! নির্বাচনের সময় আমাকে ব্যবহার করল, আর পরে অন্য নারীকে নিয়ে হোটেলে গেল। কেউ জিজ্ঞাসা করল না, নির্বাচনের পর কেন আমি চলে এসেছি?’

তিনি বলেন, নির্বাচন শেষ হওয়ার মাত্র ২০ দিন পরই পবন সিং তার সামনেই অন্য মেয়েকে নিয়ে হোটেলে গিয়েছিল। ‘আমি স্ত্রী হয়ে সেটা সহ্য করতে পারিনি। তাই চলে এসেছি। আর এখন সেই পবন সিং নাকি ন্যায় করবে!’

জ্যোতি শেষ পর্যন্ত বলেন, ‘প্রিয় পবন, কাল আমি আপনার লখনউর বাড়িতে আসছি। পরিবারের সঙ্গে দেখা করব, দুই দিন অপেক্ষা করব।’

এদিকে সম্প্রতি পবন সিং-এর বিরুদ্ধে সহ-অভিনেত্রী অঞ্জলিকে হেনস্তার অভিযোগও ওঠে। অঞ্জলির দাবি, শুটিংয়ের সময় অভিনেতা তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement