পরীমনি জানালেন রিমান্ডের সময়কার চাঞ্চল্যকর তথ্য

পরীমনি জানালেন রিমান্ডের সময়কার চাঞ্চল্যকর তথ্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৭, ৬ অক্টোবর ২০২৫

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সমালোচনা ও বিতর্কের ঝড় পেরিয়ে গেলেও নিজের জীবন ও কর্ম নিয়ে বরাবরই অকপট ও স্পষ্টভাষী। সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি জেল ও রিমান্ডে থাকার সময়কার এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সেখানে পরীমনি জানান, একাধিক তদন্তকারী সংস্থা, বিশেষ করে সিআইডি, তাকে বারবার প্রশ্ন করেছিল, তিনি কাউকে নিজের শত্রু মনে করেন কি না, কিংবা কারও নাম উল্লেখ করতে চান কি না।

পরীমনি বলেন, “আমাকে রিমান্ডে নিয়ে বারবার একটা প্রশ্নই করা হচ্ছিল,আপনার কি কাউকে শত্রু মনে হয়? আপনি কি কারও নাম বলতে চান?”

তিনি বলেন, “আমি তখন বলেছিলাম, না, আমার কোনো শত্রু নেই। আমি কখনও কাউকে শত্রু হিসেবে ভাবিনি। কারণ আমি কারও সঙ্গে ঝামেলা করিনি, গালাগাল করিনি, কারও জমি দখল করিনি, তাহলে আমার শত্রু হবে কেন? শত্রুতা তো কোনো কারণ ছাড়া হয় না।”

অভিনেত্রী আরও বলেন, “আমি একটা নামও বলতে পারিনি, কারণ আমি তো কাউকে এমন কিছু করিনি যে সে আমার ক্ষতি করবে বা আমার শত্রু হবে। কেউ যদি আমার সঙ্গে এমন কিছু করতে চায়, তার জন্য আগে আমার তো কোনো অন্যায় করা লাগবে!”

পরীমনি বলেন, “আমার জীবনে আমি কাউকে কখনও শত্রুর চোখে দেখিনি। যখন বিভিন্ন সংস্থার লোকেরা, বিশেষ করে সিআইডি, আমাকে জিজ্ঞেস করল—‘আপনি কাউকে শত্রু মনে করেন কিনা? কোনো নাম বলবেন?’, আমি তখনও একই উত্তরই দিয়েছি- না, আমার কোনো শত্রু নেই।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement