প্রজাপতি ২ নিয়ে ব্যস্ত, বিয়ের প্রশ্নে সরল উত্তর দেবের

Published : ২৩:৪০, ৬ অক্টোবর ২০২৫
ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণীকে নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনা থামছেই না। গত এক দশক ধরে বহু শিরোনামে তাদের দুষ্টু-মিষ্টি মুহূর্ত এবং সম্পর্কের নানা গল্প উঠে এসেছে।
এদিকে দেব ব্যস্ত সময় কাটাচ্ছেন বিভিন্ন কাজ নিয়ে। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন ছবি প্রজাপতি ২, যার পোস্টার ও টিজার ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। ছবিতে দেবকে দেখা যাবে একজন সিঙ্গেল ফাদার হিসেবে। বাস্তব জীবনে কি দেবের বাবা হওয়ার ইচ্ছে আছে? আপাতত তাকে বাংলার মোস্ট এলিজেবল ব্যাচেলার বলা হলেও কিছু কম বলা হবে না।
৪২ বছরের দেবের কাছে এই বিষয়ে অনেকেই প্রশ্ন রাখেন, ‘কবে বিয়ে করছেন’। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এই প্রশ্ন শুনে দেব চমকে ওঠেন এবং সোজা উত্তর দেন, ‘আগে তো বিয়ে করতে হবে।’
বাবা হওয়ার বিষয়ে দেব আরও বলেন, “অবশ্যই নিজের পরিবারের ইচ্ছে আছে। তবে আমার বিশ্বাস এই সবই ভাগ্য নির্ভর। যখন কপালে লেখা থাকবে, তখনই হবে।”
উল্লেখ্য, প্রজাপতি ২-তে ফের দেখা যাবে দেব ও মিঠুনের জুটি। ছবিটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন, এবং নায়িকা হিসেবে রয়েছেন ইধিকা পাল ও জ্যোর্তিময়ী কুণ্ডু।
বিডি/এএন