তনির তৃতীয় স্বামী কে এই সিদ্দিক?

Published : ১৭:০৬, ১৩ অক্টোবর ২০২৫
নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি—যিনি নিজের পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে ব্যবসা ও সোশ্যাল মিডিয়ায় আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।
চলতি বছরের শুরুতে ব্যক্তিগত জীবনে বড় এক আঘাত আসে তার জীবনে—দীর্ঘ অসুস্থতার পর ব্যাংককের একটি হাসপাতালে মারা যান তার স্বামী শাহাদাৎ হোসাইন।
স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে নিয়ে একাই ব্যবসা প্রতিষ্ঠান ‘সানভিস বাই তনি’ পরিচালনা করছেন তিনি। ফ্যাশন ব্র্যান্ডটি এখন সারাদেশে ১২টি শোরুম নিয়ে সফলভাবে চলছে।
এরই মধ্যে হঠাৎ করে নতুন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে—নাকি ফের বিয়ে করেছেন এই উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তির সঙ্গে তার ছবি ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা।
সম্প্রতি ফেসবুকে এক ব্যক্তির জন্মদিন উদ্যাপনের ছবি পোস্ট করেন তনি। ছবির ক্যাপশনে লেখেন—
“জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”
এই পোস্টের পরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন ওঠে—তনি কি আবার বিয়ে করেছেন? বিষয়টি নিশ্চিত করতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
অন্যদিকে, মো. সিদ্দিক নামের ওই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে দেখা যায়, তিনি তনিকে ‘স্ত্রী’ সম্বোধন করে দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন—
“আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ভালোবাসি।”
জানা গেছে, তনির নতুন স্বামীর নাম মো. সিদ্দিক, যিনি মানসিব টেলিকমের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি যুক্তরাজ্যের ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি (DMU) থেকে পড়াশোনা করেছেন এবং বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করছেন। তার গ্রামের বাড়ি খুলনায়।
তনির আগের স্বামী শাহাদাৎ হোসাইনও ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন তনি, যদিও বয়সের ব্যবধানের কারণে সে সময় তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানারকম আলোচনা হয়েছিল।
তনি একাধিকবার সাক্ষাৎকারে বলেছেন—সমালোচনায় তিনি ভীত নন। ফেসবুক লাইভে ট্রলের মুখে পড়লেও এসব নিয়ে তিনি মাথা ঘামান না। তার ভাষায়,
“দিনশেষে আমি শুধু শান্তিতে নিজের ঘরে থাকতে চাই।”
বর্তমানে তিনি নতুন করে জীবনের পথে হাঁটছেন, সন্তান ও নিজের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিগত জীবনের গুঞ্জন নিয়ে কোনো মন্তব্য না করলেও তার সাম্প্রতিক পোস্টগুলো ইঙ্গিত দিচ্ছে—তনি জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন।
বিডি/এএন