ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি: মেলোনি

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি: মেলোনি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৪, ১৪ অক্টোবর ২০২৫

ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আরও কাছে পৌঁছেছে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই খবর দিয়েছে আনাদুলু এজেন্সি

স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) মিশরের শার্ম আল-শেখ শান্তি সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি জানান, যদি এই যুদ্ধবিরতি কার্যকরভাবে কাজ করে, তবে ইতালি খুব দ্রুতই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।

তিনি আরও জোর দিয়ে বলেন, ইতালি গাজার জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে দৃঢ়ভাবে সমর্থন জানাবে। মেলোনি উল্লেখ করেন, ইতালি গাজাকে স্থিতিশীল করতে সাহায্য করতে প্রস্তুত এবং প্রয়োজনে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কারাবিনিয়েরি বাহিনী (ইতালির আধা-সামরিক পুলিশ) মোতায়েন করার সম্ভাবনাও রয়েছে।

মেলোনি এই যুদ্ধবিরতি চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি দুর্দান্ত সাফল্য হিসেবে বর্ণনা করেন।

গত সপ্তাহে ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইসরায়েল ও হামাস শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সম্মতি দিয়েছে। এই চুক্তিতে উল্লেখ রয়েছে — জিম্মি বিনিময় (হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে, ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি শুরু করেছে), যুদ্ধবিরতি কার্যকর করা এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারের ব্যবস্থা।

চুক্তির দ্বিতীয় পর্যায়ে গাজায় নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা এবং হামাসের নিরস্ত্রীকরণের আহ্বান অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখযোগ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলি হামলায় ৬৭,৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির পথে ইতালির পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement