বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছেন।
গত মাসের শেষ দিকে এই খবর প্রকাশ্যে আসার পর থেকে শিল্পী, পরিচালক, প্রযোজক ও সাধারণ ভক্তদের মধ্যে উদ্বেগের ছায়া নেমে এসেছে। তার সুস্থতার জন্য সবাই দোয়া করছেন, যার মধ্যে জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের মনও ভারাক্রান্ত।
সামাজিক মাধ্যমের পোস্টে শাবনূর লিখেছেন, বর্ষীয়ান এবং শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই দীর্ঘদিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। চলচ্চিত্র ও সমাজকল্যাণে তার অবদান অনন্য। তার গুরুতর অসুস্থতার খবর পেয়ে মনটা অত্যন্ত ভারাক্রান্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, সকলের প্রার্থনা ও ভালোবাসায় ইলিয়াস কাঞ্চন এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবেন।
চলচ্চিত্র শিল্পী সমিতিতেও তার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢালিউড মেগাস্টার শাকিব খান, খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সহ ইন্ডাস্ট্রির অনেক তারকা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পরিবারের সিদ্ধান্তে ইলিয়াস কাঞ্চনকে গত ২৬ এপ্রিল লন্ডনে নিয়ে যাওয়া হয়। প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর, গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনকে ঝুঁকিমুক্ত রাখতে কেবল টিউমারের একটি অংশ অপসারণ করা হয়েছে। বাকি অংশ ধাপে ধাপে রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।
এই পরিস্থিতিতে চলচ্চিত্র ও সামাজিক ক্ষেত্রে অবদান রেখে যাওয়া এই গুণী অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করছেন অনেকে।