মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়ে এরদোয়ান পেলেন মজার জবাব

মেলোনিকে ধূমপান ছাড়ার পরামর্শ দিয়ে এরদোয়ান পেলেন মজার জবাব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৩, ১৪ অক্টোবর ২০২৫

গাজা যুদ্ধের অবসান নিয়ে যখন মিশরের শার্ম আল শেখে বিশ্বের শীর্ষ নেতারা একত্রিত হয়ে শান্তি বৈঠকে অংশ নিচ্ছিলেন, তখন বৈঠকের আনুষ্ঠানিকতা ভেঙে এক হালকা মুহূর্ত তৈরি হয়।

সেখানে ধূমপান প্রসঙ্গে রীতিমতো রসিকতায় জড়িয়ে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার এক ফাঁকে এরদোয়ান মেলোনির দিকে তাকিয়ে হেসে বলেন, “আমি আপনাকে বিমানে থেকে নামতে দেখেছি—দেখতে চমৎকার লাগছিল। তবে আমি চাই, আপনি ধূমপানটা ছেড়ে দিন।”

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও। এরদোয়ানের এই মন্তব্য শুনে ম্যাক্রোঁ হেসে উঠে রসিকতার সুরে বলেন, “অসম্ভব!”

এরদোয়ানের পরামর্শে মেলোনিও পিছিয়ে থাকেননি। তিনি হাসিমুখে জবাব দেন, “জানি, জানি… কিন্তু ধূমপান না করলে হয়তো আমি একটু কম প্রাণবন্ত হয়ে যাব।”

বৈঠকের সেই সংক্ষিপ্ত অথচ হাস্যরসপূর্ণ কথোপকথন এখন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গম্ভীর বৈঠকের মাঝেও নেতাদের এমন বন্ধুত্বপূর্ণ বিনিময় আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়াচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement