মাল্টিভার্সে ফেরার সুযোগ পাচ্ছে ‘ক্যাং’

মাল্টিভার্সে ফেরার সুযোগ পাচ্ছে ‘ক্যাং’ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৪১, ১২ অক্টোবর ২০২৫

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ)-এর অন্যতম প্রধান খলনায়ক ‘ক্যাং’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছিলেন জোনাথন মেজরস।

‘লোকি’ সিরিজের মাধ্যমে এমসিইউ-তে তার যাত্রা শুরু হলেও ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’ চলচ্চিত্রে ক্যাংয়ের উপস্থিতি ছিল বিশেষভাবে নজরকাড়া। তবে গুরুতর এক অভিযোগের কারণে তার এমসিইউ ক্যারিয়ার কিছুটা থমকে গিয়েছিল।

২০২৩ সালের শেষ দিকে হামলার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর মার্ভেল স্টুডিওস ক্যাং চরিত্রের গল্প থেকে তাকে কিছুটা সরিয়ে রেখেছিল। সম্প্রতি সান ডিয়েগো কমিক-কন ২০২৪-এ মার্ভেল ঘোষণা করেছে, আগামী অ্যাভেঞ্জার্স সিনেমার প্রধান খলনায়ক হবেন ডক্টর ডুম, ক্যাং নয়।

তবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দেওয়া এক সাক্ষাৎকারে জোনাথন মেজরস প্রকাশ করেছেন, মাল্টিভার্সের জগতে তার ফিরবার সম্ভাবনা সবসময়ই রয়েছে। মেজরস বলেন, “আমি এখন কিছু বলতে পারছি না। তবে এটি একটি মাল্টিভার্স, তাই সবসময় সুযোগ থাকে।”

আগস্ট ২০২৫-এ মেজরস আরও জানিয়েছেন, তিনি মার্ভেল স্টুডিওসের সঙ্গে কাজ করতে ভালোবাসেন এবং টম হিডলস্টন, পল রাড ও গুগু মবাথা-র সঙ্গে কাজের অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত মূল্যবান হয়েছে।

একই সময় তার ‘ক্রীড থ্রি’ সহশিল্পী মাইকেল বি. জর্ডান মেজরসকে সমর্থন জানিয়েছেন, বলেছেন, “সে ভালো আছে, সম্প্রতি এনগেজ করেছে। তার ধৈর্য্য এবং শক্তি গর্ব করার মতো।”

‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’র পোস্ট-ক্রেডিট দৃশ্যে অসংখ্য ক্যাং ভ্যারিয়েন্ট দেখা গেছে, যা মাল্টিভার্সের মাধ্যমে মেজরসের চরিত্র ফেরানোর সুযোগ তৈরি করেছে। ফ্যানদের মতামত অনুযায়ী, মার্ভেল এই ক্যাং ভ্যারিয়েন্টদের ব্যবহার করে ডক্টর ডুমের শক্তি তুলে ধরতে পারে, যা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং পরবর্তী সিনেমাগুলোর বড় গল্পের অংশ হতে পারে।

আগামী ২০২৬ সালের ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’, যেখানে ডক্টর ডুমের বিরুদ্ধে লড়াইয়ে এমসিইউ’র আরথ মাইটিয়েস্ট হিরোস, ফ্যান্টাস্টিক ফোর এবং এক্স-মেনরা একত্রিত হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement