হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন

হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৬, ১৪ অক্টোবর ২০২৫

ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয়ের সুযোগ হারিয়ে এক পয়েন্ট হাতছাড়া করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচের একাদশ নিয়েই শুরু হয়েছিল সমালোচনা ও আলোচনা।

তবে সেই ম্যাচে বদলি হিসেবে নেমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়েন দুই তরুণ ফুটবলার জায়ান আহমেদ ও শামিত শোম। তাই পরের অ্যাওয়ে ম্যাচে তাদের জায়গা দিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা, যিনি এবার মাঠে নামিয়েছেন বেশ ভারসাম্যপূর্ণ ও কৌশলগতভাবে শক্তিশালী একাদশ।

আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় মাঠে নামবে বাংলাদেশ ও হংকং। ম্যাচের আগে বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট ঘোষণা করেছে নতুন একাদশ, যেখানে রয়েছে কিছু চমক ও কৌশলগত পরিবর্তন।

আগের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে শুরুর একাদশে ছিলেন না তপু বর্মণ, তবে এবার তিনি ফিরেছেন দলে এবং নেতৃত্বও দেবেন দলকে। ক্যাবরেরা এবার তার রক্ষণভাগকে আরও মজবুত করতে চেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবচেয়ে বড় চমক অবশ্য জায়ান আহমেদ ও শামিত শোম। গত ম্যাচে শেষ মুহূর্তে হেড দিয়ে দলকে সমতায় ফেরানো শামিত এবার পাচ্ছেন শুরুর একাদশে সুযোগ। বাম দিক থেকে গতি ও আক্রমণে বিপক্ষ রক্ষণে চাপ সৃষ্টি করা জায়ানকেও রাখা হয়েছে শুরু থেকেই।

তবে সমর্থকদের বিস্মিত করেছে এক সিদ্ধান্ত — অধিনায়ক জামাল ভূঁইয়াকে রাখা হয়নি একাদশে। দীর্ঘদিন ধরে দলের নেতৃত্বে থাকা এই মিডফিল্ডার এবার বিশ্রামে থাকবেন, আর তার বদলে অধিনায়কের আর্মব্যান্ড যাবে তপু বর্মণের হাতে।

বাংলাদেশ কোচ ক্যাবরেরা জানিয়েছেন, “এই ম্যাচে আমাদের লক্ষ্য আক্রমণাত্মক কিন্তু সংগঠিত ফুটবল খেলা। নতুনরা দলে প্রাণশক্তি আনছে, আর অভিজ্ঞরা ভারসাম্য রাখছে।”

? বাংলাদেশের একাদশ: মৃতুল মারমা (গোলরক্ষক), শাকিল তপু, তপু বর্মণ (অধিনায়ক), শেখ মোরসালিন, হামজা দেওয়ান চৌধুরী, রাকিব হোসেন, তারিক গাজী, সোহেল রানা, জায়ান আহমেদ, শামিত শোম ও সাদ উদ্দিন।

দর্শকদের প্রত্যাশা, আগের ম্যাচের মতো এবার আর শেষ মুহূর্তের হতাশা নয়—বরং মাঠ থেকে জয়ের তিন পয়েন্ট নিয়েই ফিরবে বাংলাদেশ দল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement