নতুন ভূমিকায় হাজির হচ্ছেন তাসনিয়া ফারিণ

Published : ১৬:১৬, ১৩ অক্টোবর ২০২৫
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ—অভিনয়ের মাধ্যমে যিনি অল্প সময়েই দর্শকদের মন জয় করেছেন, এবার নিজেকে নতুনভাবে হাজির করতে যাচ্ছেন। নাটক, ওয়েব ফিল্ম ও সিনেমার পর এবার তিনি নাম লেখাতে চলেছেন প্রযোজক হিসেবে।
সম্প্রতি ফারিণ নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে লেখেন, “আমি যদি প্রোডাকশন হাউস খুলি, তাহলে এর নাম কী রাখা উচিত?” তার এই প্রশ্ন ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। মন্তব্য ঘরে ভক্তরা নানান নামের প্রস্তাব দিতে থাকেন।
এরপর নিজের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “অনেক সুন্দর সুন্দর নাম সাজেস্ট করছেন আপনারা, ধন্যবাদ সবাইকে।”
পরে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে বিস্তারিত জানান তাসনিয়া ফারিণ। তিনি বলেন, “অনেকদিন ধরেই ভাবছি নিজের একটা প্রযোজনা প্রতিষ্ঠান করার। যেখানে আমার চিন্তাভাবনা, স্বপ্ন বা যে গল্পগুলো আমি বলতে চাই—সেগুলো বাস্তবে রূপ দিতে পারব।”
অভিনেত্রী আরও জানান, চলতি বছরের শেষ দিকেই তার গাওয়া নতুন একটি গানের মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে শুরু হবে তার প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যক্রম। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল, যিনি আগেও ফারিণের সঙ্গে কাজ করেছেন।
তাসনিয়া ফারিণ বলেন, “প্রথমে মিউজিক ভিডিও দিয়েই শুরু করতে চাই। তারপর ধীরে ধীরে নিয়মিত কাজ করার পরিকল্পনা আছে। আমি চাই, এই জায়গাটা থেকে দর্শকদের কিছু ভালো কিছু উপহার দিতে।”
অর্থাৎ, পর্দার সামনে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন তাসনিয়া ফারিণ, তেমনি পর্দার পেছনেও এবার নিজের অবস্থান দৃঢ় করতে প্রস্তুত তিনি।
বিডি/এএন