“নিজেদের বিবেককে প্রশ্ন করুন”: রিপন মিয়ার বক্তব্য

“নিজেদের বিবেককে প্রশ্ন করুন”: রিপন মিয়ার বক্তব্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৩৮, ১৩ অক্টোবর ২০২৫

ফেসবুক ভিডিওর জগতে সরলতার সঙ্গে সবার প্রিয় হয়ে ওঠা তরুণ ক্রিয়েটর রিপন মিয়া, যাকে আমরা সবাই চিনি ‘রিপন ভিডিও’ হিসেবে, সম্প্রতি একটি মর্মাহত ঘটনা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

রিপন মিয়ার ফেসবুক পোস্টে বলা হয়েছে, ২০১৬ সাল থেকে দীর্ঘ ৯ বছর ধরে তিনি তার কনটেন্ট দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। এই সময়ে তার দ্বারা কারও কোনো ক্ষতি হয়েছে বলে রেকর্ড নেই। অন্য কনটেন্ট ক্রিয়েটর ডাকলেও তিনি সবসময় সহায়ক থেকেছেন।

তবে সম্প্রতি কিছু গণমাধ্যম কর্মী অনুমতি ছাড়া তার পরিবারের সদস্যদের ভিডিও করেছেন। রিপন উল্লেখ করেন, সোমবার (১৩ অক্টোবর) ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক তার বাড়িতে এসেছিলেন। তারা অনুমতি ছাড়া পরিবারের সদস্যদের ভিডিও করতে থাকেন, উল্টাপাল্টা প্রশ্ন করেন এবং পরিবারের মহিলা সদস্য থাকা সত্ত্বেও ঘরে প্রবেশ করেন।

রিপন মিয়া আরও বলেন, তার পরিবার শিক্ষিত নয়, এবং কখনোই মিডিয়ার সামনে আসেনি। তিনি কখনোই তার পরিবারকে ফেসবুকে দেখিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্য করেননি। তিনি বলেন, “যারা এই কাজ করেছেন, তাদের বিবেককে প্রশ্ন করুন। এভাবে টাকা আয় করা ও পরিবারের ক্ষতি করা কখনো গ্রহণযোগ্য নয়।”

পোস্টের শেষে তিনি সবাইকে ভালো থাকার প্রার্থনা করেছেন এবং তার জন্য দোয়া রাখার অনুরোধ করেছেন।

রিপন মিয়ার বক্তব্য থেকে বোঝা যায়, তিনি শুধু নিজের কনটেন্ট নয়, পরিবারের সুরক্ষার ব্যাপারেও সচেতন। তার ফেসবুক পোষ্টটি তার ভক্ত ও সমর্থকদের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে—ভালোবাসা ও সম্মান সর্বদা শ্রদ্ধার দাবি রাখে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement