শাহরুখকে ফারাহর শুভেচ্ছা: আরও ১০০ বছর রাজত্ব করো

শাহরুখকে ফারাহর শুভেচ্ছা: আরও ১০০ বছর রাজত্ব করো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২১, ৩ নভেম্বর ২০২৫

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খানের জন্মদিন মানেই যেন উৎসবের আবহ। প্রতি বছরই তার মুম্বাইয়ের বাসভবন মান্নতের সামনে ভক্তদের ঢল নামে—কেউ আসেন দূরদূরান্ত থেকে প্রিয় তারকাকে এক ঝলক দেখার আশায়, কেউ আবার শুধুই তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে।

শাহরুখের জন্মদিনে মান্নতের সামনে জমে ওঠে এক উৎসবমুখর পরিবেশ, আলো ঝলমলে সেই দৃশ্য যেন বলিউড ইতিহাসেরই অংশ। কিন্তু এবারের জন্মদিনে সেই চিরচেনা দৃশ্য দেখা যাচ্ছে না।

কারণ, এবারের জন্মদিনে শাহরুখ খান নেই মান্নতে। তার প্রিয় বাসভবনে চলছে সংস্কার ও নতুন নির্মাণের কাজ, তাই আপাতত তিনি মুম্বাইয়ের অন্য এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অবস্থান করছেন। তবে ভক্তদের মন খারাপ হওয়ার কারণ নেই—জন্মদিনের আগের রাতেই তিনি আলিবাগের ফার্মহাউজে আয়োজন করেছিলেন এক ঘরোয়া পার্টির। সেখানে ছিলেন তার ঘনিষ্ঠজনরা—ফারাহ খান, রানি মুখার্জি, করণ জোহর, অনন্যা পান্ডেসহ আরও অনেক তারকা।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই আলিবাগের পার্টি ঘিরে জমে ওঠে উৎসব। সেই পার্টি থেকেই ফারাহ খান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায়, তিনি শাহরুখের গালে ভালোবাসার চুম্বন দিচ্ছেন। গোলাপি পোশাকে সেজে ওঠা ফারাহ ক্যাপশনে লেখেন, “শুভ জন্মদিন শাহরুখ, আরও ১০০ বছর রাজত্ব করো।”

এদিকে, শাহরুখ খানকে মান্নতে দেখা যাবে কি না—এ নিয়ে ভক্তদের মাঝে কৌতূহলের শেষ ছিল না। সামাজিকমাধ্যম এক্স (টুইটার)-এ এক অনুরাগী জানতে চাইলেন, এবারের জন্মদিনেও কি তিনি মান্নতের বারান্দায় এসে সবাইকে শুভেচ্ছা জানাবেন? জবাবে শাহরুখ রসিক ভঙ্গিতে লেখেন, “অবশ্যই, তবে এবার হয়তো শক্ত টুপি পরে আসতে হবে!”

তবে বাদশাহর ৬০তম জন্মদিন শুধু ঘরোয়া উৎসবে সীমাবদ্ধ থাকছে না। ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে আজ বিকেল ৪টায় বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন শাহরুখ খান নিজে, সঙ্গে তার অফিসিয়াল ফ্যান ক্লাবের সদস্য ও পাসধারী ভক্তরা। বলা যায়, এবারের জন্মদিন মান্নতের বাইরে হলেও, ভক্তদের ভালোবাসা আর উচ্ছ্বাসে শাহরুখের রাজত্ব এখনো আগের মতোই অটুট।

You

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement