সানবার্ন ফেস্টিভ্যালে যোগ দিতে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল নোরা ফাতেহি। শনিবার বিকেল প্রায় ৪টার দিকে মদ্যপ অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নোরার গাড়িতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
তবে এতে তিনি গুরুতরভাবে আহত হননি। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বর্তমানে সুস্থ আছেন বলে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার পর নোরা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, তিনি নিরাপদ আছেন। পোস্টে নোরা লেখেন, এটি সত্যিই একটি ভয়াবহ দুর্ঘটনা ছিল। মাথায় সামান্য আঘাত লেগেছে, কিন্তু এর বাইরে বড় কোনো ক্ষতি হয়নি। তিনি বেঁচে আছেন বলেই নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এবং সবাইকে মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
দুর্ঘটনার পর চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দিলেও সেই পরামর্শ উপেক্ষা করেই সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নেন নোরা ফাতেহি। মঞ্চে উঠে তিনি বিশ্বখ্যাত ডিজে ডেভিড গেটার-এর সঙ্গে পারফর্ম করেন এবং দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করেন।
উল্লেখ্য, চলতি বছর সানবার্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে মুম্বইয়ে। ২০০৭ সালে যাত্রা শুরু করা এই সংগীত উৎসবটি মূলত গোয়াতেই আয়োজন করা হতো। একসময় পুণেতেও আয়োজন করা হলেও পরে আবার গোয়ায় ফিরে আসে। সাম্প্রতিক বছরগুলোতে উৎসবটির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, একই সঙ্গে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নানা চ্যালেঞ্জও সামনে এসেছে।
































