ভারতের মুম্বাইয়ে আমেরিকান ডিজে ডেভিড গেটার কনসার্টে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। এই দুর্ঘটনায় তিনি কনকাশনে (মস্তিষ্কে আঘাত) আক্রান্ত হয়েছেন। এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার উদ্দেশ্যে কনসার্ট ভেন্যুর দিকে যাওয়ার সময় নোরার গাড়িকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয়। দুর্ঘটনায় জড়িত গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই নোরাকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসকরা সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন। পরীক্ষায় তার শরীরে কোনো রক্তক্ষরণ বা গুরুতর অভ্যন্তরীণ আঘাত পাওয়া যায়নি। তবে চিকিৎসকদের মতে, এই দুর্ঘটনার ফলে নোরা কনকাশনে আক্রান্ত হয়েছেন। এজন্য তাকে পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসকদের সতর্কবার্তা সত্ত্বেও নোরা সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তিনি ডেভিড গেটার সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন। পাশাপাশি তাদের আসন্ন একটি আন্তর্জাতিক সিঙ্গেলের ঝলক দর্শকদের সামনে উপস্থাপন করার কথাও রয়েছে।
উল্লেখ্য, ওই সিঙ্গেলে ডেভিড গেটা ও মার্কিন গায়িকা সিয়ারা’র সঙ্গে যুক্ত হয়েছেন নোরা ফাতেহি। এর আগে মরক্কান বংশোদ্ভূত এই অভিনেত্রী যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেট নাইট শো ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অভিষেক করেন। সেখানে তিনি জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে ‘হোয়াট ডু আই নো? জাস্ট অ্যা গার্ল’ গানে পারফর্ম করেন।
সংগীতের পাশাপাশি অভিনয় জগতেও ব্যস্ত সময় পার করছেন নোরা। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক চলচ্চিত্র ও ওয়েব প্রজেক্ট। দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি: দ্য ডেভিল’-এ কাজ করার পাশাপাশি চলতি বছরে তার মুক্তিপ্রাপ্ত ও আসন্ন কাজের তালিকায় রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’।

































