নতুন বিতর্ক ও অস্বস্তির মধ্যে দিয়ে শুরু হয়েছে ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট। দিল্লির গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে খেলার সময় দর্শক সিটে এক বানর বসে থাকার ঘটনা সামনে এসেছে, যা আয়োজকদের জন্য নতুন ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এর আগে, বিশ্বের তিন নম্বর ব্যাডমিন্টন তারকা ডেনমার্কের আন্দ্রেস অ্যান্তোনসেন দূষণের কারণে ইন্ডিয়া ওপেন থেকে নাম প্রত্যাহার করেছিলেন। এবার বানরের অনাকাঙ্ক্ষিত উপস্থিতি ভেন্যুর নিরাপত্তা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।
বানরটি গ্যালারির অন্ধকার অংশে প্রায় ১০ মিনিট বসে থাকার পর আয়োজকদের খবর পেয়ে তাকে সরিয়ে দেওয়া হয়। কোনো আহত বা বিশেষ সমস্যা দেখা না গেলেও, এই ঘটনা শাটলারদের নিরাপত্তা এবং খেলার মানকে হুমকির মুখে ফেলে দিয়েছে।
এটি ইন্ডিয়া ওপেন আয়োজকদের জন্য নতুন নয়। এর আগে থেকেই ভেন্যুর খারাপ অবস্থার অভিযোগ শোনা গিয়েছিল। শাটলাররা পাখির বিষ্ঠা, নোংরা ফ্লোর এবং খারাপ কোর্ট কন্ডিশনের কথা জানিয়ে আসছিলেন। আয়োজকরা এই অভিযোগ অস্বীকার করলেও বানরের উপস্থিতি এ বিষয়কে আরও প্রমাণসাপেক্ষ করেছে।
কোরিয়ার পুরুষদের ডাবলস খেলোয়াড় কাং মিন হিউক বানরের ভিডিও শেয়ার করে ঠাট্টা করে মন্তব্য করেন, “পশুদের কি বিনামূল্যে প্রবেশ দেওয়া হয়েছে?” ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডটও কোর্টের স্বাস্থ্যবিধি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, “ফ্লোর নোংরা ছিল, পাখির বিষ্ঠা ছিল এবং এরিনার বিভিন্ন জায়গায় পাখির ভিড় ছিল।”
উল্লেখ্য, আয়োজকদের উচিত শিগগিরই ভেন্যুর নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা আরও শক্তিশালী করা, যাতে খেলোয়াড় ও দর্শক উভয়ের জন্য নিরাপদ এবং মানসম্মত পরিবেশ নিশ্চিত করা যায়। ইন্ডিয়া ওপেনের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা খেলার পেশাদারিত্বে একটি উল্লেখযোগ্য ধকল হিসেবে দেখা হচ্ছে।






























